নিরবতার কথা
নাসিম রানা মাসুদ
শুনছ
কি নিরাবতার কথা?
সহস্র
মুখের নির্লিপ্ত অভিব্যক্তি
হায়েনার
থাবায় ওদের বুকে অসহ্য ব্যথা
তোমরাও
নাকি তাদের পক্ষের শক্তি!
শুনছ
কি নিরাবতার কথা?
ভাঙ্গা
ঘরের আলোহীন ধুপছায়া
ক্ষুদা-তৃষ্ণায়,
তৃর্ষ্ণাত মায়া
জীবন
পথে যত্রতত্র বাধা
ঢুকছ
কি আঁধারে-
শুনছ
কি নিরাবতার কথা?
ভঙ্গুরে নীড়ে যন্ত্রের ঠাসা
মলিন
হৃদয়ে অব্যক্ত ভাষা
কোথায়
তাদের ¯^vaxbZv!
ঢুকছ
কি আঁধারে-
শুনছ
কি নিরাবতার কথা?
Silent Protest, Wonderful writing.
ReplyDeleteThank you
Delete