Wednesday, October 13, 2010

হযরত মুহাম্মদ (সা) কি দিয়ে তৈরি? মাটি নাকি নূর?


প্রশ্ন: হযরত মুহাম্মদ (সা) কি দিয়ে তৈরি? মাটি নাকি নূর?

প্রশ্নকর্তা: মোহাঃ আব্দুল মালেক এবং মোহাঃ হানিফ, গ্রাম: নরসিংহপুর ইংলিশ, পো: মির্জাপুর থানা: শিবগঞ্জ জেলা: চাপাই নবাবগঞ্জ, দেশ: বাংলাদেশ।

বিসমিল্লাহির রহমানির রহিম
সমস্ত প্রসাংশা সেই মহান আল্লাহ তায়ালার জন্য, যিনি পরম করুনাময় ও দয়ালু। আর তারই প্রেরিত রাসুর হযরত মুহাম্মদ (সা) এর উপর অসখ্য দুরুদ বর্ষিত হোক।

আমার প্রিয় প্রশ্নকর্তা ভাইদের অসখ্য ধন্যবাদ জানাচ্ছি, এমন একটি সুন্দর ও জ্ঞানগর্ভ পশ্ন করার জন্য। প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা পরিস্কার করে বলতে চাই যে, কোন মুসুলমানের উচিত হবেনা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত প্রশাংসা করা। কারন রাসুল এধরনের অতিরিক্ত প্রশাংসা করা থেকে বিরত থাকতে আদেশ করেছেনে।এবং মুসুলমানদের প্রশাংসায় নমনীয় হতে বলেছেন। এব্যাপারে একটি হাদিসের উদ্ধৃতি দেওয়া যায়; রাসুল (সা) বলেছেন, ”যে ব্যক্তি অতিরিক্ত প্রশাংসা করে তার মুখে মৃত্রিকা ছুড়ে মারা উচিত হবে।” (মুসলিম শরিফ, চর্তুথ খন্ড, হাদিশ নং-২২৯৭)

এবার চলুন দেখি রাসুল (সা) কি দ্বারা তৈরি, মাটি নাকি নুর? প্রথমেই জেনে নেব নূর শব্দটি কি অর্থ দেয়। নুর শব্দটির অর্থ হলো আলো, ধার করা আলো বা উজ্জলতা। আবার শব্দটির ব্যবহারিক দিক দিয়ে কয়েকটি অর্থ দেয়। যেমন ফেরেস্তরা আল্লাহর নূর দ্বারা তৈরি।অপর পক্ষে, শিক্ষিত ব্যক্তিকে আমরা সমাজের আলো বা নুর বলে থাকি। আবার পথ প্রদশর্ক। যেমন রাসুলের ক্ষেত্রে শব্দটি পথ পদশর্ক।

এবার প্রধান প্রশ্নে আসি, আল্লাহ তায়ালা তার রাসুল সম্পর্কে পবিত্র কোরআনে বলেন: “বলুন, আমি তো কেবলমাত্র তোমাদের মত মানুষ, (প্রাথক্য হল এই যে) আমার কাছে আল্লাহর পক্ষ হতে ওহী আসে (আর তোমাদের কাছে আসেনা)।”সুরা: ক্বাহাফ, ১১0 নং আয়াত।)
দেখুন আল্লাহ তায়ালা তার রাসুল সম্পর্কে স্পস্ট প্রকাশ করলেন যে তাঁকে মানুষের মতই একই উপাদান দিয়ে তৈরি করেছেন। এব্যাপারে সৌদির বিখ্যাত বক্তা শেখ এম, এস মুনাজিদ এর উক্তি টি উল্লেখ করা যেতে পারে তিনি বলেন,” মুহাম্মদ (সা)নূর দিয়ে তৈরি ধারনাটি একেবারেই ভুল।”
চলুন দেখি মানুষকে আল্লাহ তায়ালা কিদিয়ে তৈরি করেছেন। মনুষ তেরির ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, হে মানব তোমরা যদি কেয়ামত সম্পকে সন্দেহ করে থাক তাহলে জেনে রাখ, আমি তোমাদের সৃস্টি করেছি মাটি থেকে, তারপর রক্তপিন্ড থেকে, তারপর সুসামানঞ্জস্য ও অসামানঞ্জস্য মাংসের তাল থেকে।” (সুরা হাজ্জ: আয়াত নং-৫)
আল্লাহ তায়ালা আবার বলেন, আমি মানুষকে একবিন্দু জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি।”(সুরা: আলাক, আয়াত নং-২)
আবার আল্লাহ তায়ালা বলেন, আমি প্রত্যেক প্রাণিকে(জীবজন্তুকে) পানি থেকে সৃষ্টি করেছি।( সুরা নুর, আয়াত নং-৪৫)
আল্লাহ তায়ালা অন্যাথায় বলেন, ”আমি প্রতিটি জীবকে পানি থেকে তৈরি করেছি।”( সুরা আম্বিয়া, আয়াত নং-৩০)
তাহলে আমরা পরিস্কার যে আল্লাহ তায়ালা আমাদের মাটি, পানি, রক্ত ও মাংশের সম্নয়ে সৃষ্টি করেছেন, আর যেহেতু রাসুল আমাদের মত মানুষ তাই আল্লাহ তায়ালা তাকে সৃষ্টি করেছেন সেসব উপাদান দিয়ে যাদ্বারা মানুষকে সষ্টি করা হয়েছে। অর্খাৎ রাসুল (সা) কে সৃষ্টি করা হয়েছে মাটি, পানি, রক্ত ও মাংশ দিয়ে। আর একটা কথা আপনারা ভাল ভালই জানেন যে উহুদের যুদ্ধে রাসুল (সা) দাত মোবারক শহীদ হয় এবং তা থেকে রক্ত প্রবাহিত হয়।

রাসুল (সা)যে মানবিক গুনাবলী নিয়ে তৈরি তা আর একটি হাদিশ উল্লেখ করলেই বুঝা যায়। রাসুল (সা) বলেন, ’আমি মানব জাতির নেতা, আমিই প্রথম মানুষ যার জন্য পৃথিবী বিদীর্ণ হবে, এবং আমিই পথম ব্যক্তি যার সুপারিশ প্রথমেই গৃহিত হবে।’ (আবু দাউদ, ৫ম খন্ড, হাদিশ নং-৪৬৭৩) এখানে আরও স্পষ্ট যে আল্লাহর রাসুল আমাদের মত একজন মানুষ।
তবে আল্লাহ তায়ালা তার রাসুলকে নূর বা আলো হিসেবে গুনান্নিত করেছেন। যেমন আল্লাহ তায়ালা বলেন, ”হে নবী আমি তোমাকে পাঠিয়েছি একজন সাক্ষিরুপে, একজন সুসংবাদদাতা রুপে এবং একজন সতর্ককারী রুপে। আর আল্লাহর অনুমতিক্রমে তোমাকে পাঠানো হয়েছে আহবায়ক রুপে আর এক উজ্জ্বল্ল প্রদীপরুপে।” (সুরা আহযাব, আয়াত নং-৪৫ ও৪৬)
আবার আল্লাহ তায়ালা বলেন, ”তোমাদের কাছে এসেছে একটি উজ্জল প্রদীপ এবং একট সহয বই।” (সুরা মায়দাহ, আয়াত নং-১৫)

উপরোক্ত দুটো আয়াতেই আল্লাহ তায়ালা, রাসুল কে আলো বা নুর হিসেবে ভুসিতকে করেছেন কিন্তু তিনি বলেননি যে মুহাম্মদ (সা) নুর দ্বারা তৈরি। আপনারা জানেন রাসুল পুর্ববতী সময়কে জাহেলিয়াত বা অন্ধকারের যুগ বলা হত আর সে অন্ধকারে রাসুল ছিলেন আলো। (যেমন এখনো শিক্ষিত মানুষদের সমাজের আলো বলা হয়ে থাকে) কিন্তু রাসুল নুর দ্বারা তৈরি বললে তা হবে অতিরিক্ত প্রশাংসা।

আল্লাহ আমাদের বুঝার তৈফিক দান করুক।আমিন।

উত্তরদাতা
নাসিম রানা মাসুদ
(বিভিন্ন ধর্ম গ্রন্থের পাঠক ও গবেষক)
ই-মেইল: rnasim36@yahoo.com
ওয়েবসাইট: www.nasimrana.blogspot.com







Thursday, October 7, 2010

Fire Ai

ফিরে আয়
নাসিম রানা মাসুদ

ভেদি কাল, জঞ্ঝাল
নহে ওয়াস্তা,
উন্মুক্ত কর ইলমের বস্তা,
ধরা নহে সস্তা, ঈশ্বরের রাস্তা,
হয়ে যাচ্ছে বেশি বেশি রঙ্গ
বন্ধ কর ভোগ নারী অঙ্গ,
পাপ ছত্রভঙ্গ।।

ধনী যত,
ভোগে মত্ত্ব,
হয়ে তপ্ত,
একি মায়া দেশাত্ব-
মানুষ উড়াস ফানুস,
ভোগে ধন
ভুলে আপণজন,
ঈশ্বর বুঝিতে মন
দিল প্রাসাদের পন,
অবুঝ তই ফানুসে হন হন।।

তোরা যুবক দীপ্ত
মত্ত্ব ভোগে তৃপ্ত,
হয়ে গেলি সুপ্ত;
মোর হুদি তপ্ত।।

ফিরে আয় ফিরে আয়,
দেখে তোদের অমাবস্যার চাঁদে
মোর হৃদি হরদম কাঁদে,
ভুলে সৎ কর্ম
হলি বিমুখ ধর্ম,
এত রোগ চর্ম
শেষে বুঝবি মর্ম।।

আছে কি স্বরনে
সবার মরনে,
যাহা সচ্ঞয়
হবে না ভুঞ্জয়,
সত্য কর বিশ্বাস,
ভীত নয় শেষ নিশ্বাষ।।

Premikar pronam

প্রেমিকার প্রণাম
নাসিম রানা মাসুদ

সপ্তমী, অস্টমী, নবমী ঘুরে
দুর্গা পূজার মন্ডপে
প্রনাম করেছিলে আমাকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

ভগবানের কৃপাতে,
পুণির্মা রাতে,
হয়েছিল গোধূলীর মিলন,
দেখেছিলাম দুচোখ ভরে-
তোমারই নয়ন,
আর্শিবাদের ছলে হাত বাড়িয়ে-
জড়িয়েছিলে বুকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

ফুলের নামে এসেছিলে শীমুলতলে,
উজাড় করা ভারবাসার সুধা-
দিয়েছিলে এই অন্তরে,
তোমারই স্মৃতি ঘিরেছিল আমাকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

Tomar khoze-2

তোমার খোঁজে-২
নাসিম রানা মাসুদ

এতদিন কোথায় ছিলে?
খূঁজেছি তোমাকে-
বৈশাখের ঝড়ো তান্ডবে,
বর্ষার বৃষ্টির আর্তনাদে,
থৈ থৈ খালবিলে,
আলপনার জলে,
মাঘের হাড় কাপানোর জাড়ে,
কুঠিরের কোনে,
পায়নি তোমার খোজঁ,
হঠাৎ কোথেকে এসে
দোলা দিলে প্রানে,
বলতো এতদিন কোথায় ছিলে!

কোথায় ছিলে?
আমার কল্পিত ধ্যানে,
অভিলাষী মনে?
আমি তো খুজেছি তোমাকে
কল্পনা থেকে-
বহুপথ পাড়ি দিয়ে ধুধু স্বপ্নে,
যদি তোমার খোঁজ মিলে
মেলেনি তোমার খোজঁ
হঠাৎ কোথেকে এসে
হৃদয় দিলে খুলে,
বলতো এতদিন কোথায় ছিলে!



কোথায় ছিলে?
হৃদয় গহিনে, আমার জিগরে,
ব্যাকুল প্রানে?
আমি তো খুজেছি তোমাকে
হৃদির ক্রন্দনে,
ব্যাকুল চাওয়া
আর আগমনী স্বপ্নে;
যদি তোমার খোজঁ মিলে
পায়নি তোমার খোজ,
হঠাৎ কোথকে এসে
বসলে হৃদয় জুড়ে,
বল তো আমায়
ঠিক এতদিন কোথায় ছিলে!

কোথায় ছিলে?
আমার মন খাচায়
হৃদপিন্ডের স্থলপিন্ডের মাঝে
আমি তো খুঁজেছি তোমাকে
বক্ষরাজার মাঝে
ব্যকুর জিগরে স্থলকনিকায়
যদি তোমার খোজঁ মিলে
মেলেনি তোমার খোজঁ
হঠাৎ কোথাকে এসে
জড়ালে ভালবেসে
বল তো আমায়
ঠিক এতদিন কোথায় ছিলে!



কোথায় ছিলে?
নয়নের কোনে,
কর্ণিয়া হতে রেটিনার মুক্তবনে,
আমি তো খুজেঁছি তোমাকে
দূর হতে আরও দূরে,
নয়নের দৃস্টিলোকে,
ব্যথিত কান্নার অশ্রুতে,
যদি তোমার খোঁজ মিলে
মেলেনি তোমার খোজঁ,
হঠাৎ কোথেকে এসে
জড়ালে ভালবেসে,
বল তো আহা! বলনা আমায়
এতদিন কোথায় ছিলে!




Tomar khoze-1

তোমার খোঁজে-১
                             নাসিম রানা মাসুদ

তোমাকে খূজেছি-
বৈশাখের ঝড়ো তান্ডবে,
বর্ষার বৃষ্টির আর্তনাদে,
থৈ থৈ খালবিলে,
আলপনার জলে,
মাঘের হাড় কাপানোর জাড়ে,
কুঠিরের কোনে,
পায়নি তোমার খোজঁ,
তবুও আসবে বলে
পথ চেয়ে থাকি রোজ।।

খুজেঁছি তোমাকে
 স্বপ্ন থেকে বহুপথ পাড়ি দিয়ে-
অমৃতলোকে,
কুদুস হতে সপ্তাকাশে,
মেঘের ভেলায় ভেসে,
অম্বরের অথৈ বাতাসে,
মেলেনি তোমার খোজঁ,
তবুও তুমি আসবে বলে
পথ চেয়ে থাকি রোজ।।

আমি খুজেছি তোমাকে
শশীঁর পথ ধরে সুদূর মঙ্গলগ্রহে,
শনি হতে সোজা বৃহঃপ্রতি
আর সমুদ্রতীর হয়ে বিশ্ব-ব্রমান্ডে,
মেলেনি তোমার খোজঁ,
তবুও আশায় থাকি
তুমি আসবে, ভালবাসবে মোরে,
                                       পথ চেয়ে থাকি রোজ।।

islamic bengali songs

ইসলামিক গান
নাসিম রানা মাসুদ

আল্লাহ তুমি-
আমায় এবার ক্ষমা করে দাও
জীবনের যত পাপ ও গুনাহ
মাফ করে দাও।।

জীবন ও মৃত্যর মালিক খোদা
হায়াত দারাজ দাও
অসীম তুমি-
আমায় এবার, মুক্ত করে নাও

জ্ঞানের সাগর, মালিক খোদা
আমায় জ্ঞান দাও
অন্ধকারের, আধার হতে
আমাকে বাচাও।।

What Muhammad (Sm) is created with? Light (Nur) or soil?

Question: What Muhammad (Sm) is created with? Light (Nur) or soil?
Questioner: Md: Abdul Malik & Md: Hanif, Vill: Norsingpur English, Post: Mirzapur, P/s: Shibgonj, Dist: Chapai Nawabgonj Country: Bangladesh     

In the Name of Allah, Most Gracious, Most Merciful.
All praise and thanks are due to Allah, and peace and blessings be upon His Messenger.
Dearest brother, I really appreciate your interesting question, which reflects your keenness in getting yourself well acquainted with the teachings of Islam. Therefore, we implore Allah to bless your efforts in pursuit of knowledge.

Yet, I would like to inform you that Muslims should not exaggerate in praising the Prophet (peace and blessings be upon him) as some people consider him as light created with. Firstly we have to be informed of the meaning of Nur. Nur means light or brightness. This Nur is used in two different situations such as light of education. On the contrary, Angel is created with Nur or light. Lets know what Muhammad is created with.
I want to cite again that Muslim should not exaggerate in praising because our prophet (peace and blessings be upon) commanded Muslims to be moderate and never exaggerate in praising him, drawing their attention to the fact that being honored with prophethood didn’t take him out of the fold of human beings. About exaggeration in praising, He (sm) said, “it would be better to throw dust to face of the man who exaggerates in praising”(Muslim sharif, segment no:4, Hadith no:2297

Here, we would like to cite the following fatwa (lecture) issued by Sheikh M. S. Al-Munajjid, a prominent Saudi Islamic lecturer and author:
Having belief that the Prophet (peace and blessings be upon him) is not like the rest of humanity, and that he is light from the Light of Allah Himself is not a correct belief, because it contradicts the Qur’an, in which Allah stated that the Prophet (peace and blessings be upon him) is human and explained what makes him different from the rest of mankind. He, Most High, says:(Say (O Muhammad): ‘I am only a man like you. It has been inspired to me that your God is One God (Allah). So whoever hopes for the Meeting with his Lord, let him work righteousness and associate none as a partner in the worship of his Lord.)” (Al-Kahf 18: 110) Here Allah made clear that Muhammad is a man created with things what a human being is created.
Moreover, human creation is described in the following Qur'anic verses: “(O mankind! Be dutiful to your Lord, Who created you from a single person (Adam), and from him He created his wife (Eve), and from them both He created many men and women…)” (An-Nisaa’ 4: 1)

I can quote a Hadith about this, our prophet says, I am leader of human beings and I am first man for whose the earth will cleave and I am first recommendator whose recommendation will be granted. The above-mentioned say clearly that Muhammad (sm) is a man created with the things what a human being is created. (Abu Daud, segment no:5, Hadith no:4673)
Let be informed what a man or human being is created with. About this Allah says  (O mankind, if you are in doubt about the Resurrection, then verily! We have created you from dust, then from a nutfah (mixed drops of male and female sexual discharge)…)” then from a clot, then from a little lump of flesh shapely and shapeless, that we may make it clean for you.  (Al-Hajj 22: 5)

Allah again cite, “Created man from a clot” (Al-Alaque 96:2)
To create a man Allah use the water as Allah says, “Allah has created every animal of water” (An-Nur 24:45)
Allah says another “We created every animal of water” (Ambia 21:30)
 We can see that man is created of water, dust and a clot. Then we can say that our favorite prophet is created with water, dust and clot but not with Nur or Light.

However, Allah called His Prophet “light” and a “lamp spreading light” because of the guidance and light with which Allah sent him, with which Allah guides all those who answer his call (peace and blessings be upon him) as He says:

(O Prophet! Verily, We have sent you as witness, and a bearer
of glad tidings, and a Warner – and as one who invites to Allah by His leave, and as a lamp spreading light.)” (Al-Ahzab 33: 45-46)

(Indeed, there has come to you a light (Prophet Muhammad) and a plain Book (the Qur’an)”.) (Al-Ma’idah 5: 15)

We generally consider the educated people as light of the universe but cant say that he is created with light. If we do, we will exaggerate in praising which our prophet did not like. May Allah give us light of knowledge and education, Amin.

                                                                                 Answerer

         Nasim Rana Masud