ইসলামিক গান
নাসিম রানা মাসুদ
আল্লাহ তুমি-
আমায় এবার ক্ষমা করে দাও
জীবনের যত পাপ ও গুনাহ
মাফ করে দাও।।
জীবন ও মৃত্যর মালিক খোদা
হায়াত দারাজ দাও
অসীম তুমি-
আমায় এবার, মুক্ত করে নাও
জ্ঞানের সাগর, মালিক খোদা
আমায় জ্ঞান দাও
অন্ধকারের, আধার হতে
আমাকে বাচাও।।
Excellent writing
ReplyDelete