Thursday, October 7, 2010

Fire Ai

ফিরে আয়
নাসিম রানা মাসুদ

ভেদি কাল, জঞ্ঝাল
নহে ওয়াস্তা,
উন্মুক্ত কর ইলমের বস্তা,
ধরা নহে সস্তা, ঈশ্বরের রাস্তা,
হয়ে যাচ্ছে বেশি বেশি রঙ্গ
বন্ধ কর ভোগ নারী অঙ্গ,
পাপ ছত্রভঙ্গ।।

ধনী যত,
ভোগে মত্ত্ব,
হয়ে তপ্ত,
একি মায়া দেশাত্ব-
মানুষ উড়াস ফানুস,
ভোগে ধন
ভুলে আপণজন,
ঈশ্বর বুঝিতে মন
দিল প্রাসাদের পন,
অবুঝ তই ফানুসে হন হন।।

তোরা যুবক দীপ্ত
মত্ত্ব ভোগে তৃপ্ত,
হয়ে গেলি সুপ্ত;
মোর হুদি তপ্ত।।

ফিরে আয় ফিরে আয়,
দেখে তোদের অমাবস্যার চাঁদে
মোর হৃদি হরদম কাঁদে,
ভুলে সৎ কর্ম
হলি বিমুখ ধর্ম,
এত রোগ চর্ম
শেষে বুঝবি মর্ম।।

আছে কি স্বরনে
সবার মরনে,
যাহা সচ্ঞয়
হবে না ভুঞ্জয়,
সত্য কর বিশ্বাস,
ভীত নয় শেষ নিশ্বাষ।।

No comments:

Post a Comment