Thursday, October 7, 2010

Tomar khoze-1

তোমার খোঁজে-১
                             নাসিম রানা মাসুদ

তোমাকে খূজেছি-
বৈশাখের ঝড়ো তান্ডবে,
বর্ষার বৃষ্টির আর্তনাদে,
থৈ থৈ খালবিলে,
আলপনার জলে,
মাঘের হাড় কাপানোর জাড়ে,
কুঠিরের কোনে,
পায়নি তোমার খোজঁ,
তবুও আসবে বলে
পথ চেয়ে থাকি রোজ।।

খুজেঁছি তোমাকে
 স্বপ্ন থেকে বহুপথ পাড়ি দিয়ে-
অমৃতলোকে,
কুদুস হতে সপ্তাকাশে,
মেঘের ভেলায় ভেসে,
অম্বরের অথৈ বাতাসে,
মেলেনি তোমার খোজঁ,
তবুও তুমি আসবে বলে
পথ চেয়ে থাকি রোজ।।

আমি খুজেছি তোমাকে
শশীঁর পথ ধরে সুদূর মঙ্গলগ্রহে,
শনি হতে সোজা বৃহঃপ্রতি
আর সমুদ্রতীর হয়ে বিশ্ব-ব্রমান্ডে,
মেলেনি তোমার খোজঁ,
তবুও আশায় থাকি
তুমি আসবে, ভালবাসবে মোরে,
                                       পথ চেয়ে থাকি রোজ।।

No comments:

Post a Comment