Thursday, October 7, 2010

Premikar pronam

প্রেমিকার প্রণাম
নাসিম রানা মাসুদ

সপ্তমী, অস্টমী, নবমী ঘুরে
দুর্গা পূজার মন্ডপে
প্রনাম করেছিলে আমাকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

ভগবানের কৃপাতে,
পুণির্মা রাতে,
হয়েছিল গোধূলীর মিলন,
দেখেছিলাম দুচোখ ভরে-
তোমারই নয়ন,
আর্শিবাদের ছলে হাত বাড়িয়ে-
জড়িয়েছিলে বুকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

ফুলের নামে এসেছিলে শীমুলতলে,
উজাড় করা ভারবাসার সুধা-
দিয়েছিলে এই অন্তরে,
তোমারই স্মৃতি ঘিরেছিল আমাকে,
সেই থেকে ভালবাসি তোমাকে।।

No comments:

Post a Comment